শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দীর্ঘ সাত ঘণ্টা রাজধানীর মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখার পর সোমবার রাত ১০টার দিকে অবরোধ তুলে নেয় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
তিতুমীর কলেজ প্রসঙ্গে উপ প্রেস সচিব
তিতুমীর কলেজের আন্দোলনের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে তা নিয়ে সরকার সচেতন আছে। তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন তারা (তিতুমীর শিক্ষার্থী) যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।
বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সরাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।